নিজস্ব সংবাদদাতা: আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে জুনিয়র ডাক্তারদের। তার আগে ফের কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
তিনি লেখেন, রাজ্যের সকলের প্রতি:
মুখ্যমন্ত্রীর সদিচ্ছাকে জেদ করে অমান্য করে যদি মঙ্গলবার স্বাস্থ্য ধর্মঘটের বিশৃঙ্খলা হয় ও কোনো রোগীর ক্ষতি হয়, তাহলে নিকটবর্তী থানায় FIR করুন-
1) ডাঃ দেবাশিস হালদার।
2) ডাঃ অনিকেত মাহাতো। (এরা ধর্মঘটের মাতব্বর, প্ররোচনাদাতা, রোগীর ক্ষতির কারণ)
3) সংশ্লিষ্ট সংস্থা।
4) সংশ্লিষ্ট ডাক্তার।
মানুষকে চিকিৎসা থেকে বঞ্চিত করার অধিকার কারুর নেই।
মুখ্যমন্ত্রী অনশন প্রত্যাহার করে বৈঠকে যেতে অনুরোধ করেছিলেন। কিন্তু অনশন তুলে আলোচনায় যাওয়ার প্রস্তাব খারিজ করেছে জুনিয়র ডাক্তাররা। বরং অনশন না তুলেই আজ নবান্নে যাবে তারা। 'বৈঠকের শর্ত'র পাল্টা দাবি করে জুনিয়র চিকিৎসকরা সাফ জানিয়ে দিয়েছে যে সমস্যার সমাধান না হলে মঙ্গলবার স্বাস্থ্য ধর্মঘটে যেতে বাধ্য হবে তারা। তারপরেই এর নিন্দা করছেন তৃনমুলের নানা নেতারা। এর আগে কুণাল ঘোষ এমনই একটি পোস্ট করেন এফআইআর নিয়ে। তাতে আরো যোগ ছিল যে "অনশনের কারণে যদি জুনিয়রদের কারুর কোনো ক্ষতি হয়, তাহলেও মূলত এরা দুজন, এদের প্ররোচনাদাতারা দায়ী থাকবে। মুখ্যমন্ত্রী বারবার অভিভাবকোচিত সংবেদনশীলতা দেখাচ্ছেন। তাতে সাড়া দিয়ে অনশন প্রত্যাহার করে আলোচনা হোক। বাম, অতি বাম, বিরোধীদের ফাঁদে পা দেবেন না।"