নিজস্ব সংবাদদাতা: ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে ধরপাকড় নিয়ে সরব তৃণমূল। ২৬ মার্চ সন্ধ্যায় এনআইএ-র এসপি ধন রাম সিংয়ের বাড়িতে দেখা করতে যান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, অভিযোগ তৃণমূলের। আজ এই নিয়ে সাংবাদিক সম্মেলন করে রেকর্ড পেশ করে তৃণমূল। পুলিশের কাছে এফআইআর করে তদন্তের দাবি করছে তৃণমূল। এছাড়াও সাদা প্যাকেটে অর্থের লেনদেন হয়েছে বলেও দাবি করেছে তৃণমূল। বিজেপির কাছ থেকে টাকা নিয়ে তৃণমূলের নেতাদের গ্রেফতার করার অভিযোগ। পুলিশ তদন্ত করুক, এই দাবি করেছেন কুণাল ঘোষ। অভিযোগ ভোট ঘোষণার পর আদর্শ আচরণবিধি চলাকালীন এনআইএ-র এসপির বাড়িতে গেছেন বিজেপি নেতা। জিতেন্দ্র তিওয়ারি এই অভিযোগ অস্বীকার করলে ৪৮ ঘণ্টার মধ্যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে আনার দাবি করেছেন কুণাল ঘোষ।
/anm-bengali/media/media_files/CyJTqszddrDtABCLNSgf.jpg)
এবার এই নিয়ে এক্স হান্ডেলে পোস্ট করলেন কুণাল ঘোষ। পোস্ট নিজের বলে শেয়ার করে তিনি দাবি করেন, 'বিজেপির পরিযায়ী পাখিরা পেছনের দরজা দিয়ে বাংলায় প্রবেশের চেষ্টা করছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এনআইএ-কে দিয়ে বাংলায় তীব্র অস্থিরতা সৃষ্টি করতে বাধ্য করেছে কারণ তিনি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জয়ী হতে পারবেন না। নির্বাচন কমিশন আমরা কি আপনাকে একটি মেরুদণ্ড ধার দেব নাকি আপনি নিজেই এটি বাড়াবেন?'
/anm-bengali/media/media_files/JTEDuQHeo5qFWSnh6pZS.jpg)
/anm-bengali/media/post_attachments/c3d72eab21e0bb07d2e43d2d900a7a26b5fd6ff336f7a1122b88a65699a8589e.webp)