নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের কিছু ঘটনা নিয়ে উদ্বেগ আছে, প্রতিবাদ আছে।
ইস্কনের প্রতি আবেগ আছে।
ভারতের কেন্দ্রীয় সরকার যা যা ব্যবস্থা নেওয়ার দরকার, যথাযথভাবে নিক। এবিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়
@MamataOfficial
, অভিষেক বন্দ্যোপাধ্যায়
@abhishekaitc
স্পষ্টভাবে যা যা বলার বলেছেন। ইস্কনের সঙ্গে কথাও হয়েছে মুখ্যমন্ত্রীর।
কিন্তু, বাংলাদেশের কিছু ভিডিওতে 'জয় শ্রীকৃষ্ণ' বাছাই 'জয় মহাপ্রভু' শ্লোগানের বদলে 'জয় শ্রীরাম' বলে ছড়ানো হচ্ছে। এটা স্বাভাবিক নয়।
এই ধরণের স্পর্শকাতর বিষয়ের রাজনৈতিক মার্কেটিং বোধহয় সমর্থনযোগ্য নয়; এর বহুরকম নেতিবাচক প্রতিক্রিয়া থাকে। এটাও সতর্কতার সঙ্গে নজর রাখা দরকার।