'স্বার্থপর, নাটকবাজ, অভয়ার আবেগকে বিক্রি করে আখের গোছানো শয়তানগুলো'...ফোঁস করফান উঠলেন কুণাল ঘোষ!

এবার কাকে কটাক্ষ?

author-image
Anusmita Bhattacharya
New Update
Kunal

নিজস্ব সংবাদদাতা: ফের আর জি কর নিয়ে পোস্ট করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

এই নেতা লেখেন, কতিপয় মিথ্যাবাদী ধান্দাবাজ RGKar নিয়ে পোস্ট করছেন, 'না বিচারের চার মাস।' 
  সোশ্যাল মিডিয়ার সুযোগ নিয়ে ব্যক্তিস্বার্থে বিভ্রান্তি ছড়িয়ে প্রচার লাভ এদের নেশায় দাঁড়িয়েছে।
  24 ঘন্টার মধ্যে ধর্ষণ ও খুনের আসল লোকটিকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিস। তাদের হাতে থাকলে এতদিনে কুলতলির মত ফাঁসির সাজা ঘোষণা হয়ে যেত। 
  এই অতিবিপ্লবী বা মেকি বিপ্লবীরাই কোর্ট থেকে সিবিআই এনেছে। তদন্ত, চার্জশিট, চার্জফ্রেম হয়েছে। আদালতে রোজ বিচারের সাক্ষ্য, শুনানি চলছে। সুপ্রিম কোর্ট নজরদারি করছেন। সেখানেও ভুয়ো বিপ্লবীদের আইনজীবীরা রয়েছেন। কোথাও কোনো ফাঁক নেই। বিচার চলছে।
  তাহলে 'না বিচার' বা 'বিচারহীন' বলে উস্কানিমূলক দিন গণনার পোস্ট দিচ্ছেন কারা? নিজেদের প্রচার, কেরিয়ার, রাজনীতি, ফিল্ম ফেস্ট, যাবতীয় কাজ গুছিয়ে এই সব মিথ্যা পোস্টের নাটক যাঁরা করছেন, এইসব স্বার্থপর, নাটকবাজ, অভয়ার আবেগকে বিক্রি করে নিজেদের আখের গোছানো শয়তানগুলোকে চিনে রাখুন।