মোহনবাগান সমর্থক হয়েও, অশান্তির আবহে ইস্টবেঙ্গলকে সমর্থন কুণাল ঘোষের

স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে সমর্থকদের অনেকেই ক্লাবকে অনুরোধ করেছে, এই পরিস্থিতি ভালো করার।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
c

File Picture

নিজস্ব সংবাদদাতা: জ্বলছে বাংলাদেশ। পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের সীমা ক্রমশও অতিক্রম করছে। ওপার বাংলার পরিস্থিতি নিয়ে গভীর চিন্তায় এবার বাংলা এবং ভারতবর্ষও। বাংলাদেশের সংখ্যালঘু বা আরও পরিষ্কার করে বললে হিন্দুদের উপর এই অত্যাচারে উদ্বিগ্ন ইস্টবেঙ্গল ক্লাবও। সংখ্যালঘুদের সুরক্ষার দাবি তুলল কলকাতার ক্লাব। এর জন্য বড় পদক্ষেপ নিতেও তারা প্রস্তুত। 

আর তাঁদের সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন তৃণমূলের মুখপাত্র তথা তৃণমূল নেতা কুণাল ঘোষ। নিজের এক্স হ্যান্ডেলে ইষ্টবেঙ্গলের দেওয়া বার্তা পোস্ট করে কুণাল ঘোষ লিখেছেন, ‘সমর্থন। এই বিবৃতির জন্য ইস্টবেঙ্গল ক্লাবকে এক মোহনবাগান সমর্থক ও ভারতের নাগরিক হিসেবে অভিনন্দন জানাচ্ছি। সময়োচিত অবস্থান’

Gd2Hu6NXsAAsGii

গতকাল ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয়। যেখানে বলা হয়, ইস্টবেঙ্গল ক্লাব এবং সমর্থকদের সঙ্গে বাংলাদেশের শিকড়ের টান। এখনও ইস্টবেঙ্গল ক্লাবের অনেক সমর্থকের পরিবার, আত্মীয় স্বজন ওপার বাংলায় রয়েছেন। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে সমর্থকদের অনেকেই ক্লাবকে অনুরোধ করেছে, এই পরিস্থিতি ভালো করার। আর তাই ক্লাবের তরফ থেকেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কেউ বিপদে পড়লে পাশে দাঁড়াবে ক্লাব। পাশাপাশি যদি কোনও প্রীতি ম্যাচ খেলতে হয়, তাহলে ক্লাব কর্তৃপক্ষ সহযোগীতার হাত বাড়িয়ে দেবে। প্রয়োজনে সাহায্য চেয়ে তারা প্রধানমন্ত্রীকে চিঠি পর্যন্ত লিখতে পারেন। ইস্টবেঙ্গল ক্লাবের এখন একটাই লক্ষ্য, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বাংলাদেশে শান্তি ফেরাতে চায়। আর সেই জন্যেই এবার তাঁদের এই চিন্তাভাবনাকে সমর্থন জানালেন কুণাল ঘোষ। 

Bangladesh