নিজস্ব সংবাদদাতা: আরজি করের ধর্ষণ-খুন মামলায় এখন তপ্ত বঙ্গের পরিবেশ। যতদিন গড়াচ্ছে ততোই যেন প্রতিবাদের আঁচ বাড়ছে। তারমধ্যেই বিতর্কের সৃষ্টি হচ্ছে কুণাল ঘোষের কথায়। এদিন তিনি সন্দীপ ঘোষ সম্পর্কে বলতে গিয়ে বলেন, “এখন, তদন্তটি সিবিআইয়ের অধীনে এবং মামলাটি সুপ্রিম কোর্টের নজরদারিতে রয়েছে। তাই, তদন্তে সহায়ক হতে পারে এমন কিছু সরকারি নথি থাকতে পারে বা নাও থাকতে পারে। এটি হস্তান্তর করা উচিত সিবিআইয়ের। CBI সার্কুলার এবং তথ্য সম্পর্কে ভালভাবে অবগত আছে CBI কে সিদ্ধান্ত নিতে দিন”।
VIDEO | Kolkata rape-murder case: "Now, the investigation is under CBI and the case is being monitored by the Supreme Court. So, there may or may not be some government document that can be helpful to the investigation. This should be handed over to CBI... CBI is well aware of… pic.twitter.com/eO23uaikIf
সিবিআইয়ের রিপোর্ট নিয়ে ফের বিতর্ক উস্কে দিলেন কুণাল ঘোষ
তারমধ্যেই বিতর্কের সৃষ্টি হচ্ছে কুণাল ঘোষের কথায়।
Follow Us
নিজস্ব সংবাদদাতা: আরজি করের ধর্ষণ-খুন মামলায় এখন তপ্ত বঙ্গের পরিবেশ। যতদিন গড়াচ্ছে ততোই যেন প্রতিবাদের আঁচ বাড়ছে। তারমধ্যেই বিতর্কের সৃষ্টি হচ্ছে কুণাল ঘোষের কথায়। এদিন তিনি সন্দীপ ঘোষ সম্পর্কে বলতে গিয়ে বলেন, “এখন, তদন্তটি সিবিআইয়ের অধীনে এবং মামলাটি সুপ্রিম কোর্টের নজরদারিতে রয়েছে। তাই, তদন্তে সহায়ক হতে পারে এমন কিছু সরকারি নথি থাকতে পারে বা নাও থাকতে পারে। এটি হস্তান্তর করা উচিত সিবিআইয়ের। CBI সার্কুলার এবং তথ্য সম্পর্কে ভালভাবে অবগত আছে CBI কে সিদ্ধান্ত নিতে দিন”।