নিজস্ব সংবাদদাতা: ক্রমাগত আমরণ অনশন করছেন জুনিয়র ডাক্তাররা। কাল সরকারের পুজোর কার্নিভালের বিপরীতে দ্রোহের কার্নিভাল আয়োজন করা হয়েছিল। এবার সেই ডাক্তারদের কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বাংলা সহ ভারতের একাধিক বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করা হল গতকাল। এই নিরিখেই কুণালের এই আক্রমণ।
কুণাল ঘোষ লেখেন, 'ভোটের কার্নিভালে' আসুন।
মুখে তো অনেক হল। এবার জনতার দরবারে বিচার হোক।
চ্যালেঞ্জ করছি, আসন্ন উপনির্বাচনে তিন/চারজন উস্কানিদাতা সিনিয়র ডাক্তার বা অতিবিপ্লবী নব্য নেতা কোনো জুনিয়র ডাক্তার সিপিএমের প্রার্থী হয়ে দেখান। ফেস বুকে, মিডিয়ায় সরকারবিরোধিতার সব ডায়লগ, সরাসরি মানুষের সামনে দিন প্রার্থী হিসেবে। সিপিএমকেও বলব, নিজেরা শূন্য হওয়ার পর এখন যাদের মুখোশের আড়ালে করছেন, ক্ষমতা থাকলে সেই গোঁসাই, বাঁড়ুজ্জে, চিমটাদের প্রার্থী করে লড়াই করুন। মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় লড়াই কেন, মানুষের কাছে আর একবার নিজেদের ওজনটা যাচাই করুন। কেন্দ্রের নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, হয়ে যাক 'ভোটের কার্নিভাল।'
কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তৃণমূলের জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া লোকসভা ভোটে দাঁড়ানোয় আসনটি ফাঁকা হয়ে গিয়েছিল। সেই সিতাই বিধানসভায় উপনির্বাচন হবে এবার।