নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের খরচকে কটাক্ষ করে একটি টুইট করেন। পাল্টা টুইট করে কুণাল ঘোষ নরেন্দ্র মোদীর প্রতিটি সফরের হিসেব দেন।
কুণাল ঘোষ মঙ্গলবার বিকেলে টুইটারে লেখেন, 'মোদীর যোগ দিবস উপলক্ষ্যে কর্ণাটক সফরের সময় রাজ্যের নাগরিক সংস্থাগুলি ৫৬ কোটি টাকা খরচ করেছে। তৎকালীন কর্ণাটক সরকার ৩৬.৪৩ কোটি টাকা খরচ করেছে মোদীর সফরের জন্য। অন্যদিকে, বেঙ্গালুরু নাগরিক সংস্থা ২৪ কোটি টাকা খরচ করেছে। বেলাগাভিতে মোদীর অনুষ্ঠানের জন্য ১৪ কোটি টাকা খরচ হয়েছে। কর্ণাটকে মোদীর কালাবুর্গী সফরের জন্য ১১.১৮ কোটি টাকা খরচ হয়েছে। মোদীর সফরের প্রস্তুতিতে BMC খরচ করেছে ১০ কোটি। মোদীর আইআইটি-ধারওয়াদ উদ্বোধন অনুষ্ঠানে ৯.৫ কোটি টাকা খরচ হয়েছে। ৫৯২.৫ কোটি টাকা মোদীর নিরাপত্তার জন্য বার্ষিক ব্যয়, ২৫৪ কোটি টাকা মোদী বিদেশ সফরে এবং ৬,৪৯১ কোটি টাকা বিজ্ঞাপনের জন্য ব্যয় করা হয়।' টুইটের মাধ্যমে কুণাল ঘোষ শুভেন্দু অধিকারীর কাছ থেকে এই বিষয়ে ব্যাখ্যা চান।