'জুনিয়র ডাক্তারদের দ্বিচারিতা দেখুন'! সিবিআই চার্জশিট নিয়ে ফের খোঁচা কুণাল ঘোষের

ফের কি দাবি তার?

author-image
Anusmita Bhattacharya
New Update
kunal-ghosh

নিজস্ব সংবাদদাতা: সিবিআই চার্জশিট নিয়ে ডাক্তারদের কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। 

কুণাল ঘোষ লেখেন, জুনিয়র ডাক্তারদের দ্বিচারিতা দেখুন।

সোমবার যাঁরা বললেন CBI Chargesheet মানেন না; যাঁরা CBI Chargesheetএর বিরুদ্ধে রাজভবনে গেলেন; মঙ্গলবার সুপ্রিম কোর্টে CBI Chargesheet এর বিরুদ্ধে তাঁদের কোনও আইনজীবী একটা শব্দও বলেননি।
  এঁরা শুধু রাজ্যে অরাজকতার নাটক তৈরির অপচেষ্টা চালিয়ে যেতে মরিয়া।

এর আগে তিনি লেখেন, বোঝো !! এখন বলছেন CBI চার্জশিটে আস্থা নেই। এরাই CBI চেয়ে লাফাচ্ছিলেন। যা বলার, সুপ্রিম কোর্টে তো মামলা রয়েছে, আপনাদের আইনজীবীরা রয়েছেন। চার্জশিট পেশ হয়েছে কদিন আগে। এতদিন পরে শুধু সেটা মানি না বলে রাজভবন চলো??? মিডিয়ার নেশা আর শকুনদের প্ররোচনায় নাটক চলবে??
* ওঁদের বক্তব্য: CBI কেন একজনের নাম দিল? 
বাস্তব: এটা ধর্ষণ, খুনের মামলার প্রথম চার্জশিট। তদন্ত চলছে। সাপ্লিমেন্টারি চার্জশিটে আরও নাম থাকতেই পারে।
* ওঁরা বলছেন: আরও যাঁরা গ্রেপ্তার, তাঁদের নাম নেই কেন?
বাস্তব: চার্জশিটে ওঁদের উল্লেখ আছে। লেখা আছে বৃহত্তর ষড়যন্ত্রের তদন্ত চলছে। যদি থাকে, তাহলে পরের চার্জশিটে উল্লেখ থাকবে। প্রসঙ্গত, দুর্নীতি সংক্রান্ত আলাদা মামলার তদন্ত চলছে। তার চার্জশিটেও নাম থাকতে পারে।
  CBI তদন্ত মনিটর করছে সুপ্রিম কোর্ট। সবটা উড়িয়ে দিয়ে এখনই নিজেদের ইচ্ছেমত চার্জশিট চাই বলে অনাস্থার ছুতোয় বিশৃঙ্খলার নাটক চলছে।