নিজস্ব সংবাদদাতা : এবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি.ভি.আনন্দ বোসের মালদা সফরকে কেন্দ্র করে, তীব্র প্রতিক্রিয়া জানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আজ এই বিষয়ে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে এই সময়, এই সফরটি না করার আবেদন করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও তিনি গিয়েছেন। এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র বলেই মনে হচ্ছে। কিছু লোক গোলমাল করবে, আর তারপর বিজেপি তা নিয়েই রাজনীতি করবে, কমিশন আসবে, রাজ্যপাল আবার যাবেন এবং বাংলার বিরুদ্ধে অপপ্রচার চলবে।"
/anm-bengali/media/media_files/SITmcrlqDasmab3FHgCL.png)
এরপরেই কুণাল ঘোষ আরও অভিযোগ করেন, ''বিজেপি ওয়াক্ফ সংশোধনী আইনের অপব্যবহার করে সারাদেশে সর্বোচ্চ মাত্রার উস্কানি দিয়েছে, যার ফলে বাইরে থেকে আসা কিছু সন্ত্রাসবাদী গোষ্ঠী পরিস্থিতি বিষাক্ত করে তুলছে।''