নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোস, পুলিশের ওপর হামলা নিয়ে কিছু মন্তব্য করেন। আর আজ তৃণমূল নেতা কুণাল ঘোষ রাজ্যপালের এই মন্তব্যের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, ''রাজ্যপাল বিজেপি নেতার মতো আচরণ করছেন, এবং বিজেপির প্রচারক হিসেবে কাজ করছেন। কুণাল ঘোষ আরও দাবি করেন, ''পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি সিপিআই(এম) শাসনের তুলনায় অনেক ভালো, এমনকি বিজেপি শাসিত রাজ্যগুলোর থেকেও অনেক, অনেক ভালো। এছাড়াও তিনি বলেন, ''বিজেপির ভবিষ্যৎ এই রাজ্যে অন্ধকারময়, তাই রাজ্যপাল খোদ বিজেপির কার্যকরী সভাপতি হিসেবে এমন মন্তব্য করছেন।