WEST BENGAL: রাজ্যপালের নির্বাচনের এলাকায় ঢোকা বন্ধ! চরম নিয়ম

রাজ্যপালকে বিশেষ বার্তা দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
fotojet_-_2023-06-27t223640.917-sixteen_nine

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শুরু হতে চলেছে ১৯ এপ্রিল। ভোটগ্রহণ হতে চলেছে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। তার আগে বড় আপডেট। পঞ্চায়েত নির্বাচনের মতোই লোকসভা ভোটেও নজরদারি চালাতে কোচবিহারে যাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আগামিকালই রওনা দিতে পারেন। 

governorbose

এই নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। X হ্যান্ডেলে লেখেন, 'ভোটের প্রচার শেষের পর রাজ্যপাল এসে ভোটের এলাকায় থাকতে, ঘুরতে পারেন না। তিনি নির্বাচন কমিশনের কেউ নন। ভোটারও নন।  বিজেপি এইভাবে পরোক্ষ প্রচার, প্রভাব খাটাতে চাইছে। অবিলম্বে রাজ্যপালের প্রথম দফা নির্বাচনের এলাকায় ঢোকা বন্ধ করা হোক'।

kunal ghosh fg.jpg

 

Add 1