নিজস্ব সংবাদদাতা: এই মুহূর্তে গোটা রাজ্য চাইছে তিলোত্তমার বিচার। আর জি কর কাণ্ডের পর থেকে বিচারের দাবিতে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে ফুঁসছে পশ্চিমবঙ্গ থেকে দেশ ছাড়িয়ে বিদেশ। পথে নেমেছে সাধারণ মানুষ এবং অন্যান্য নানা মহল। চলছে প্রতিবাদ, মিছিল, সভা এবং নানাভাবে বিক্ষোভ প্রদর্শনী। সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি চলছে। সিবিআই কলকাতা পুলিশের থেকে মামলার তদন্ত গ্রহণ করেছে। এরপর সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশ কয়েকবার বৈঠক হয়েছে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের। তাদের দাবি মেনেই কলকাতা পুলিশ কমিশনারকে বদলে দেওয়া হয়েছে। তবে জুনিয়র ডাক্তারদের সব দাবি পূরণ না হওয়ায় তারা এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছে।
/anm-bengali/media/media_files/6Ljg9WkMDaONJLyx7faM.jpg)
আর এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী দেবলীনা দত্তর একটি ভিডিও ভাইরাল হয়েছে প্রতিবাদের। তাতে অভিনেত্রীকে এবং তার পাশে থাকা অন্যান্য সহ নাগরিকদের বলতে শোনা গেছে "পুলিশ তোমার গালাগালি মারব চটি তালে তালে", "প্রশাসন তোমার গালে গালে মারবো চটি তালে তালে"। এই নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
/anm-bengali/media/post_attachments/35560b508fae089bf57fe2235c48d17c750d247b66fd329f8852e358fdad2e19.jpg)
কুণাল সেই ভিডিও শেয়ার করে লেখেন, পুলিশ প্রশাসনের গালে গালে
মারব চটি তালে তালে।
- দায়িত্বশীল নিরপেক্ষ অরাজনৈতিক অভিনেত্রী দেবলীনা দত্ত।
/anm-bengali/media/media_files/Z1M1eSN5KAzVVjf0hEAc.jpg)