'ফুটো বেলুন শুভেন্দু প্রলাপ বকছে‘

পঞ্চায়েত ভোট মিটতেই ফের রাজ্যের শাসক দল তৃণমূলকে নিশানা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ এক টুইট বার্তায় বিরোধী দলনেতা লেখেন, ‘গ্রামে গঞ্জে 'কচুরিপানা শিল্প' হোক বা না হোক, ভোটের সময় "কারচুপি শিল্প" কে অন্য মাত্রায় নিয়ে গেছে শাসক দল।'

author-image
SWETA MITRA
New Update
suvendu kunal.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ‘গদ্দার’, ‘পাগল’, ‘মিরজাফর’, তৃণমূল ত্যাগ করার পর আরও কতই না তকমা জুটেছে বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কপালে। এবার আরও এক তকমা জুটল শুভেন্দুর। তাঁকে নির্বোধ বললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আজ বৃহস্পতিবার এক টুইট বার্তায় বিরোধী দলনেতা লিখেছিলেন, ‘গ্রামে গঞ্জে 'কচুরিপানা শিল্প' হোক বা না হোক, ভোটের সময় "কারচুপি শিল্প" কে অন্য মাত্রায় নিয়ে গেছে শাসক দল।' আর এই নিয়েই এবার সরব হলেন কুণাল ঘোষ। আজ তিনি এক টুইট বার্তায় লেখেন, ‘কত বড় নির্বোধ। মাথা গেছে। গ্রাম পঞ্চায়েত স্থানীয় ভোট। পাড়ার ব্যক্তিগত সমীকরণও প্রভাব ফেলে। আর জেলা পরিষদ ভোট হয় প্রতীকে, সামগ্রিকতায়। এটাই বিজ্ঞান। নন্দীগ্রামে ১০,৪৫৭ ভোটে পিছিয়ে পড়া ব্লকের নেতা ফুটো বেলুন শুভেন্দু দিশেহারা হয়ে প্রলাপ বকছে।‘