নিজস্ব সংবাদদাতা: সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় থাকেন কুণাল ঘোষ। আর জি করের ওই নির্যাতিতার মৃত্যুর পর থেকে ক্রমাগত লিখে চলেছেন তিনি। সেই নিয়ে প্রশ্ন তুলেছেন বারবার। তিনিও প্রত্যক্ষ হোক বা পরোক্ষভাবে হোক, চাইছেন দোষীদের শাস্তি হোক।
তিলোত্তমার বিচারের আশায় যেখানে অপেক্ষায় বসে রয়েছে গোটা কলকাতাবাসী, সেখানেই এবার কুণাল ঘোষ তুলে ধরলেন বেশ কিছু প্রশ্ন।
তিনি লেখেন, CBI কাল কোর্টে স্পষ্ট বলুক:
1) KPর হাতে ধৃত সঞ্জয় একাই ধর্ষক, খুনি, নাকি আরও কেউ ছিল?
2) এটি বিচ্ছিন্ন কুৎসিত ঘটনা নাকি কোনো চক্রের কাজ, পিছনে অন্য কারণ?
3) তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা থাকলে তার যথাযথ ইঙ্গিত কী কী?
4) যারা লোপাটে যুক্ত বা যাদের দায়িত্বে POC, তাদের বিরুদ্ধে ব্যবস্থা কোথায়?
যে হোক, যারা হোক, CBI স্পষ্ট করুক।
সন্দীপ +3 দুর্নীতিতে গ্রেপ্তার। উচ্ছন্নে যাক। কিন্তু আসল ধর্ষণ, খুনের যথাযথ দ্রুত তদন্ত, ন্যায়বিচার হোক।