নিজস্ব সংবাদদাতা: ফের তৃণমূল নেতা কুণাল ঘোষের ডাক্তারদের একাংশ। আর জি কর কাণ্ডে একমাত্র অভিযুক্ত এখন পর্যন্ত সঞ্জয় রায় যাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। কিন্তু সে একা যুক্ত নয় বলেই দাবি বিভিন্ন মহলে। সেই নিজেই কটাক্ষ করলেন এই তৃণমূল নেতা।
কুণাল ঘোষ লেখেন, সঞ্জয় রাইকে কলকাতা পুলিশ ধরেছিল। সিবিআই ধর্ষণ ও খুনের মূল ঘটনায় তাকেই চার্জশিট দিয়েছে। তদন্ত চলছে। কিন্তু ডাক্তারদের একাংশ এবং কয়েকটি রাজনৈতিক দল 'একা সঞ্জয় নয়' বলে বিষয়টা গোলাতে নেমেছে, যেখানে তদন্ত এখনও চলছে। প্রশ্ন, সঞ্জয়ের উপর থেকে ফোকাস সরাতে চাইছে কারা? সঞ্জয়কে আড়াল করে জনমানসে 'একা অপরাধী নয়' সাজাচ্ছে কারা, কোন স্বার্থে? যারা সিবিআই চাই বলে নাচছিল, সিবিআইর প্রথম চার্জশিট এখন তারা মানতে চাইছে না কেন?
এদিকে সঠিক বিচার চাই বলে আমরণ অনশনে নেমেছে জুনিয়ার ডাক্তাররা। অনেকে তার মধ্যে অসুস্থ হয়ে পড়েছে। সাধারণ মানুষও উৎসবের মধ্যেই আন্দোলনে মেতে উঠেছে। এমনকি ডাক্তারদের তরফে নেওয়া হয়েছে এক বিশেষ কর্মসূচি যার নাম দ্রোহের কার্নিভাল। এই কর্মসূচি তুলে ফেলতে মুখ্য সচিবের তরফে চিঠি গিয়েছে ডাক্তারদের সংগঠনে।