নিজস্ব সংবাদদাতা: আবারও আসছে দুর্গাপুজো। কাউন্ট ডাউন শুরু। পুজোর বাজারও অনেকেই করছেন। শহরের বড় দুর্গাপুজোর ক্লাবগুলিতে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। আনুষ্ঠানিক ভাবে খুঁটি পুজোও চলছে।
দুর্গাপুজো যত এগিয়ে আসছে তত কুমোরটুলিতে ভিড় বাড়ছে মানুষের। পুজোর সময় সেখানে মূর্তি কিনতে যাওয়া ছাড়াও মাঝে মধ্যে বিদেশি পর্যটকদের আনাগোনাও চলত। কিন্তু এখন সেই কুমোরটুলি হয়ে উঠেছে ভিডি, রিলস তৈরির স্থান। কাজের সমস্যা আরো যেন বাড়ছে এতে। এবার মৃৎশিল্পীদের সংগঠন নির্দেশিকা দিল যে মহালয়ার দিন কুমোরটুলিতে কেউ ক্যামেরা হাতে প্রবেশ করতে পারবেন না চিত্রগ্রাহক বা ভিডিগ্রাহক বা রিলস তৈরি করতে পারবেন না আর। ১০০ টাকার টিকিট নিয়ে সেদিন গেলেও ঢুকতে পারবেন না কুমোরটুলিতে।