হাওড়া–টুন্ডলা কুম্ভমেলা স্পেশাল হাওড়া থেকে রাত সাড়ে ১২টায় ছাড়বে। এরপর পরদিন রাত আড়াইটে নাগাদ টুন্ডলা পৌঁছবে। এট ২০ জানুয়ারি থেকে ২২, ২৩ তারিখ চলবে ও ১৬ ফেব্রুয়ারি ১৭, ১৮ এবং ২০ তারিখ পর্যন্ত চলবে। টুন্ডলা–হাওড়া কুম্ভমেলা স্পেশাল টুন্ডলা থেকে সকাল ১১টা ২০ মিনিটে ছাড়বে পরদিন বিকেল ৩টে ২০ মিনিটে হাওড়া পৌঁছবে।