চলতি বছর, কুমারী হয়েছে হাওড়ার বাগনানের বাসিন্দা সীমন্তিনী ঘোষাল । বয়স ৫ বছর ৭ মাস । এদিন মহাষ্টমীর সকালে প্রথমে অষ্টমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়।
চলতি বছর, কুমারী হয়েছে হাওড়ার বাগনানের বাসিন্দা সীমন্তিনী ঘোষাল । বয়স ৫ বছর ৭ মাস । এদিন মহাষ্টমীর সকালে প্রথমে অষ্টমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়।
কুমারী পুজোর আগে শিশুকন্যা বা কুমারী কন্যাকে স্নান করিয়ে লাল বেনারসি পরানো হয় । গয়না ও ফুলে মাতৃ মূর্তির মতো করে সাজানো হয় । তারপর দেবী মূর্তির সামনে বসিয়ে আরাধনা করা হয় । এবারও সেই নিয়ম মেনে মন্ত্রোচ্চারণে, ষড়শোপাচারে সম্পন্ন হল কুমারী পুজো ।
বেলুড় মঠের পাশাপাশি হুগলির জয়রামবাটি-কামারপুকুর, জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন ও বীরভূমের তারাপীঠেও কুমারী পুজো হচ্ছে । অন্যদিকে, দিল্লির রামকৃষ্ণ মিশনেও কুমারী পুজো করা হয় ।
{{ primary_category.name }}