জুনিয়র চিকিৎসকদের মেইল করলো কলকাতা পুলিশ, কি লেখা আছে তাতে?

সেই ধর্না তুলে নিতেই এবার ইমেল পাঠালো লালবাজার। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
c

File Picture

নিজস্ব সংবাদদাতা: ধর্মতলা থেকে ধর্না তুলে নিতে জুনিয়র ডাক্তারদের ইমেল পাঠাল লালবাজার। পুজোর সময় অবস্থান তুলে নেওয়ার অনুরোধ জানিয়ে মেইল পাঠিয়েছে কলকাতা পুলিশ। 

শুক্রবার সন্ধ্যে থেকেই কর্মবিরতি তুলে নিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ২৪ ঘন্টার মধ্যে তাঁদের দাবি দাওয়া পূরণ না হলে আমরণ অনশন শুরু করবেন। তাছাড়া ডোরিনা ক্রসিং-এ তাঁদের লাগাতার অবস্থান বিক্ষোভে চলবে। সেই ধর্না তুলে নিতেই এবার ইমেল পাঠালো লালবাজার। 

কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা করলেও পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগে কাল রাত থেকেই ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর সামনে প্লাস্টিকের বিছিয়ে অবস্থান শুরু করেন জুনিয়র ডাক্তাররা। ঘটনার জেরে পুজোর মধ্যে অবরুদ্ধ জনবহুল ধর্মতলার একাংশ। 

WhatsApp Image 2024-10-05 at 13.34.37

আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের অভিযোগ ছিল, ধর্মতলায় মেট্রো চ্যানেলে শান্তিপূর্ণ মিছিলের মধ্যে ঢুকে তাদেরই এক সতীর্থকে টেনে-হিঁচড়ে সরিয়ে নিয়ে গেছে পুলিশ। মারা হয়েছে লাথিও। অভিযুক্ত পুলিশ কর্মীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, এই দাবিতে ফের অবস্থানে বসেন তারা। 

সময়সীমা ঘোষণার পর ১৬ ঘন্টা পেরিয়ে গেছে। তাঁদের ঘোষণা মত পরবর্তী ১০ ঘন্টার মধ্যে সরকার দাবি পূরণ না করলে আমরণ অনশনের পথে হাঁটবেন তারা। এর মধ্যেই লালবাজার থেকে মেইল এসেছে। এখন দেখার তার পাল্টা কোনও মেইল করেন কিনা জুনিয়র চিকিৎসকেরা। 

hmjjkliukjik