নিজস্ব সংবাদদাতা: প্রখর আর্দ্রতার সাথে প্রখর রোদ, আর এই দুইয়ের মাঝেই অনবরত ডিউটি করে চলেছেন ট্রাফিক পুলিশরা। এই প্রখর তাপ ট্রাফিক পুলিশদের সদস্যদের ক্ষতি করে চলেছে প্রতি নিয়ত। ট্রাফিক বাহিনীর মনোবল বাড়ানো এবং তাঁদের সুস্থ থাকা নিশ্চিত করার প্রয়াসে, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা নিলেন বিশেষ উদ্যোগ। এদিন শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে ঘুরে ট্রাফিক পুলিশ এবং নাগরিক স্বেচ্ছাসেবকদের মধ্যে ওরাল রিহাইড্রেশন সিস্টেম, ছাতা এবং রোদ চশমা বিতরণ করেন তিনি।
/anm-bengali/media/media_files/2025/03/19/23wsfvxz-873170.jpeg)
/anm-bengali/media/media_files/2025/03/19/35thkk-885657.jpeg)
/anm-bengali/media/media_files/2025/03/19/24ryuj-147589.jpeg)
/anm-bengali/media/media_files/2025/03/19/rtyu-g46-300377.jpeg)
কলকাতা ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন এই বিশেষ উদ্যোগে। যার মধ্যে ডেপুটি কমিশনার অফ পুলিশ ট্রাফিক ওয়াইএস জগন্নাথ রাও এবং যুগ্ম কমিশনার অফ ট্রাফিক রূপেশ কুমারও ছিলেন। তাঁদের সাথে সিপি মনোজ ভার্মা এদিন শহরের বিভিন্ন মোড়ে ঘোরেন এবং ‘বিট-দ্য হিট’ কিট তাঁদের হাতে তুলে দেন।
/anm-bengali/media/media_files/2025/03/19/35yhjj-671167.jpeg)
/anm-bengali/media/media_files/2025/03/19/65ujgh-237633.jpeg)
/anm-bengali/media/media_files/2025/03/19/4e4yu-933005.jpeg)
/anm-bengali/media/media_files/2025/03/19/bdtjkl-450492.jpeg)
/anm-bengali/media/media_files/2025/03/19/e4yfgj-389239.jpeg)
/anm-bengali/media/media_files/2025/03/19/wrtrhj-850274.jpeg)
পার্ক স্ট্রিট-জওহরলাল নেহেরু রোড মোড়ে ভার্মাকে ট্রাফিক পুলিশদের কাছে তাপ প্রতিরোধক উপকরণ বিতরণ করতে দেখে এএনএম নিউজ। সাউথ ট্রাফিক গার্ডের দায়িত্বে থাকা ওসি নীলেশ চৌধুরী এবং অ্যাসিসটেন্ট পুলিশ কমিশনার, ট্রাফিক, সুমন মুখার্জি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এদিন।
/anm-bengali/media/media_files/2025/03/19/wrgvb-694941.jpeg)
/anm-bengali/media/media_files/2025/03/19/dyhvjk-901939.jpeg)