নিজস্ব সংবাদদাতা: কলকাতার মেট্রো যাত্রীদের জন্য কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবার সময় বেড়ে গেল। এছাড়াও বাড়তি মেট্রো রেক চালানো হবে মেট্রো স্টেশনে। এতদিন আপ এবং ডাউন লাইন মিলিয়ে মোট ৪৮টি রেক চলতো। এবার চলবে ৭৪টি। পরিষেবা দুইদিকের স্টেশন থেকেই সকাল ৮ টা থেকে চালু হবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো। এতদিন তা ছিল সকাল ৯ টা থেকে। বিকাল ৪ টে বেজে ৪০ মিনিটে নয়, এখন থেকে রাত ৮ টায় পাবেন শেষ মেট্রো।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2024/07/Kolkata-Metro-New-Update-2.jpg?w=1280)
নতুন রুট চালুর পর থেকে ভালই ভিড় চোখে পড়ছে রুবি সহ আশপাশের মেট্রো স্টেশনে। আগামী ৫ অগস্ট থেকে নতুন সময় কার্যকর হবে।
/anm-bengali/media/post_attachments/bded36de3b0e85b2d1072da7a4342b1b689f6b53c6f091a2458941d0ee7278a1.webp)