নিজস্ব সংবাদদাতা: আরজি করের নৃশংস হত্যা ও ধর্ষণের প্রতিবাদে শহর কলকাতাকে অন্ধকারে ঢেকে দেওয়ার ডাক দেন জুনিয়র ডাক্তাররা। সেই ডাকে গোটা কলকাতা অন্ধকারে ঢেকে যায়। মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে অংশ নেয় কলকাতা। সেই প্রতিবাদে অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসও।
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদের প্রতীক হিসেবে পশ্চিমবঙ্গ রাজভবনের আলো নিভিয়ে দেওয়া হয়।
পশ্চিমবঙ্গের গভর্নর সিভি আনন্দ বোস রাজভবনের আলো নিভিয়ে এবং একটি মোমবাতি জ্বালিয়ে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ধর্ষণ-হত্যার ঘটনার প্রতিবাদে সমর্থন জানিয়েছেন। ইতিমধ্যেই রাজভবনের আলো নিভে যাওয়ার ভিডিও সামনে এসেছে। উল্লেখ্য, প্রথম থেকেই অভয়ার হয়ে প্রতিবাদে সমর্থন জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দেখুন ভিডিও-
. . . . . . . . . . . . . . . . . . .