নিজস্ব সংবাদদাতা: কলকাতায় দেখা নেই শীতের (Winter in Kolkata)। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি বেশি। আগামী দু'দিন তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। অর্থাৎ, সরস্বতী পুজোতেও (Sarsswati Puja 2024) জাঁকিয়ে শীতের সম্ভবনা নেই।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা থাকবে। পশ্চিমীঝঞ্ঝার কারণে বাধাগ্রস্ত হচ্ছে উত্তুরে হওয়া। অসম ও হরিয়ানার উপর ঘূর্ণাবর্ত সক্রিয় থাকায় জলো গরম হাওয়া বইছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আরও একটি পশ্চিমীঝঞ্ঝার প্রবেশ ঘটবে। কমবে শীতের সম্ভবনা।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের উপকূলের বেশ কয়েকটি জেলায় আগামী সপ্তাহের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। আবহাওয়া থাকবে শুষ্ক। বৃষ্টির সম্ভাবনা নেই। ফেব্রুয়ারি প্রথম সপ্তাহের শেষের দিকে খানিকটা হলেও ফিরতে পারে। তবে সেটাও দীর্ঘস্থায়ী হবে না। হাওয়া অফিস আরও জানিয়েছে, ফেব্রুয়ারির মাঝামাঝি সময় বিদায় নিতে পারে শীত।
উত্তরবঙ্গে জারি কুয়াশার সতর্কতা
উত্তরবঙ্গে আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া। বেশ কিছু জেলায় জারি ঘন কুয়াশার পূর্বাভাস। দক্ষিণবঙ্গেও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান কুয়াশার সতর্কতা জারি।
উল্লেখ্য, এই মুহূর্তে দক্ষিণ ও উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায় শীতের দেখা নেই। সরস্বতী পূজায় শীতের আমেজ না থাকলেও, আগামী সপ্তাহ থেকে ফের শীতের দেখা