নিজস্ব সংবাদদাতাঃ বৃষ্টিস্নাত কলকাতা দেখছেন সকলে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে অঝোরে বৃষ্টি (Rainfall)। আর এই বৃষ্টি যেন থামার নামই নিচ্ছে না। একদিকে এই বৃষ্টি অন্যদিকে ঠাণ্ডা আবহাওয়া...এই দুইয়ের ঠেলায় জেরবার রাজ্যবাসী। দুপুর ২টো বেজে গেলেও বৃষ্টি হয়েই চলেছে। দক্ষিণবঙ্গে সকাল থেকেই মেঘলা আকাশ। কলকাতা, দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলী সহ আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই মোটের ওপর ভালোই বৃষ্টি হচ্ছে। তবে আগামীকাল থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে বলে আভাস দিয়েছে হাওয়া অফিস। রাতের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি নামতে পারে। ঘূর্ণিঝড় মিগজাউমের পরোক্ষ প্রভাব বাংলায় পড়েছে বলে অনুমান আলিপুর হাওয়া অফিসের।