ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা... কী বলছে আবহাওয়া দফতর

কলকাতাতে সারাদিন আকাশ মেঘলা থাকবে। দিনের বেলা হালকা গরম অনুভূত হতে পারে। তবে রাতের দিকে তাপমাত্রা অনেকটাই নীচে নামবে।

author-image
Tamalika Chakraborty
New Update
kolkata rain 2.jpg

নিজস্ব সংবাদদাতা: আন্দামান সাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপের সৃষ্টি করেছে। প্রাথমিকভাবে নিম্নচাপের গতিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক। তবে নিম্নচাপটি যদি আরও শক্তিবাড়ায় সেক্ষেত্রে তার গতিপথের পরিবর্তন হতে পারে বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, শুক্রবার গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তবে কোথায় ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে, সেই বিষয়ে বিশেষজ্ঞরা স্পষ্টভাবে কিছু বলতে পারেননি। যার জেরে সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতায় তাপমাত্রা আজকে ২০ ডিগ্রির ওপর উঠেছে। দিনের বেলা হালকা গরম অনুভূত হলেও রাতের তাপমাত্রা কমে যাবে।  বুধবার কলকাতার আকাশ মেঘলা থাকবে।