বাংলায় কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগি বড় দলের, কি বললেন বিমান বসু?

খুব শীঘ্রই শুরু হতে চলেছে লোকসভা নির্বাচন। সেই নিয়ে দেশ জুড়ে প্রস্তুতি চলছে জোরকদমে। ইতিমধ্যেই কংগ্রেসের সঙ্গে আসন ভাগভাগি নিয়ে বিশেষ মন্তব্য করেছেন সিপিএম নেতা বিমান বসু।

author-image
Probha Rani Das
New Update
biman basu cpm.jpg

নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা প্রসঙ্গে সিপিএম নেতা বিমান বসু বলেন, “কংগ্রেস যদি আসন রদবদল করতে চায়, তাহলে আমরা 'না' বলব না। তাদের এগিয়ে আসতে হবে এবং সে অনুযায়ী আসন সমন্বয় আলোচনা চালিয়ে যেতে পারে। তবে মোহাম্মদ সেলিমের সঙ্গে কথা হয়েছে অধীর রঞ্জন চৌধুরীর।” 

biman basu .jpg

Add 1

cityaddnew

স

Addd 3