নিজস্ব সংবাদদাতাঃ কলকাতায় তৃণমূল কংগ্রেসের সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গের মন্ত্রী তথা তৃণমূল নেত্রী শশী পাঁজা বলেন, “১০ মার্চ আমাদের ব্রিগেড চলোর কর্মসূচি রয়েছে। তৃণমূল এই কর্মসূচি ঘোষণা করেছে কারণ এটা 'মা, মাটি, মানুষ'-এর লড়াই। বাংলার টাকা আটকে দেওয়া হয়েছে। তৃণমূলের নেতা-কর্মীদের পাশাপাশি যাঁদের টাকা আটকে গিয়েছে, তাঁরাও সামিল হবেন। আমরা ২৯ ফেব্রুয়ারি আইআরসিটিসি-কে এই লোকদের জন্য দুটি ট্রেনের জন্য আবেদন দিয়েছিলাম। কিন্তু যাঁরা 'জমিদার' তাঁরা মনে করেন সব নিয়ন্ত্রণ করতে পারবেন। এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের ট্রেন দেওয়া হবে না।”