বৃষ্টি নয়! ষষ্ঠীর সকালেই মন ভালো করা খবর

আজ দেবীর বোধনের মাধ্যমে পুজোর নিয়মমাফিক সূত্রপাত হবে। যদিও বাঙালির পুজো শুরু মহালয়ার পর থেকেই। তবে আবহাওয়া নিয়ে একটা চিন্তা তো রয়েই যাচ্ছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
kolkatarain

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আজ শহর কলকাতার আকাশ থাকবে মেঘমুক্ত ও রৌদ্রজ্বল, দাবি করছে হাওয়া অফিস। এই কারণে পুরোদস্তুর প্রভাব দেখাবে শরত্‍কালের চড়া রোদের। তাই তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে আজ শহরজুড়ে। বৃষ্টির সম্ভাবনা নেই আজ। আগামীকালও এমন আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছে হওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এছাড়াও বাতাসে আজ জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৮৮ শতাংশ ও ৭৭ শতাংশের মাঝামাঝি।