নিজস্ব সংবাদদাতা : কলকাতায় গরম বাড়ছে ধীরে ধীরে। আজ, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ আকাশ থাকবে প্রধানত পরিষ্কার। তবে বাতাসে উচ্চ আর্দ্রতার কারণে গরম অনেক বেশি অনুভূত হচ্ছে। দিনের বেলায় রোদের তেজও থাকবে বেশ প্রখর। ফলে সকাল থেকেই শহরজুড়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে।
/anm-bengali/media/media_files/MbqQP9NTQrkq4OTGMuiF.jpg)
আবহাওয়াবিদদের মতে, আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ফলে আগামী কয়েকদিন এমনই উষ্ণ ও আর্দ্র আবহাওয়া বজায় থাকতে পারে কলকাতায়।