নিজস্ব সংবাদদাতা: আজ থেকে আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টি হবে না। এই আবহে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্কই থাকবে বলে অনুমান। এদিকে এই সব জেলাতেই ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। আগামী দু'দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রার বড় রকমের হেরফেরের সম্ভাবনা থাকছে না। আগামী ২৪ ঘণ্টা তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও তারপর ঝপ করে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস নেমে যেতে পারে দক্ষিণবঙ্গের রাতে। ১১ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এরপর ১২ এবং ১৩ জানুয়ারিও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। ১৪ এবং ১৫ জানুয়ারি সর্বনিম্ন পারদ সামান্য বেড়ে ১৫ ডিগ্রির ঘরে যেতে পারে।