নিজস্ব সংবাদদাতা: ডানার ঝড়ের কোপে পড়তে হয়নি হয়নি বাংলায়। তবে প্রবল বৃষ্টির জেরে নাজেহাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষ। কলকাতার বহু রাস্তা এখনও জলের তলায়। কলকাতায় শুক্রবার সারারাত জুড়ে বৃষ্টির পূর্বাভাস হয়েছে। গতকালের রাতের প্রবল বৃষ্টি কলকাতা শহরের বেশির ভাগ রাস্তা ইতিমধ্যে জলের তলায়। নতুন করে ভারী বৃষ্টির জেরে কলকাতার পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে সাংবাদিক বৈঠক করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
শহরের জমা জল প্রসঙ্গে ফিরহাদ হাকিম বিকালে বলেন, নতুন করে বৃষ্টি না হলে ৩-৪ ঘণ্টার মধ্যে জল বেরিয়ে যাবে। নীচু এলাকাগুলিতে জল জমেছে। সেটা দু তিন ঘণ্টার মধ্যে বেরিয়ে যাবে। ৪৮৩টি বড় পাম্প চলছে। মোট ৮৭টি পাম্পিং স্টেশন রয়েছে। তবে একটাও গাছ পড়েনি। একটাও বিদ্যুতের খুঁটি পড়েনি। আমাদের কর্মীরা সারারাত জেগে জল বের করার চেষ্টা করেছেন। কলকাতাবাসীর পাশে কলকাতা পৌরসংস্থা রয়েছে। বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যায়। যদিও এই বিষয়ে ফিরহাদ হাকিম বলেন, এই ধরনের কোনও মৃত্যুর খবর তাঁর কাছে নেই।