কলকাতায় হনুমান জয়ন্তীর মিছিলের ছড়াছড়ি! এই রাস্তাগুলিতে ব্যাপক জ্যাম

বৃহস্পতিবার দুপুর থেকে কলকাতার একাধিক রাস্তায় মিছিল শুরু করা হবে। ফলে যানজট তৈরি হতে পারে একাধিক রাস্তায়। এক নজরে দেখে নিন কোন কোন রাস্তা এড়িয়ে চলবেন।

author-image
Anusmita Bhattacharya
New Update
hanuman jayanti

কলকাতায় হনুমান জয়ন্তীর মিছিল

নিজস্ব সংবাদদাতা: হনুমান জয়ন্তী (Hanuman Jayanti) উপলক্ষে বৃহস্পতিবার দুপুর থেকে কলকাতার একাধিক রাস্তায় (Kolkata Road) মিছিল শুরু করা হবে। ফলে যানজট (Traffic Jam) তৈরি হতে পারে একাধিক রাস্তায়। এক নজরে দেখে নিন কোন কোন রাস্তা এড়িয়ে চলবেন। 

বিকেল ৪টেয় মিছিল আছে কলেজ স্ট্রিটে। ৪টে নাগাদ আবার হনুমান জয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা করা হবে নিমতলা ঘাট স্ট্রিট, মহর্ষি দেবেন্দ্র রোড, জোড়াবাগান স্ট্রিট, যদুলাল মল্লিক রোড, কলাকার স্ট্রিট, কটন স্ট্রিট, নলিনী শেঠ রোড, শ্রী হরিরাম গোয়েঙ্কা স্ট্রিট, লোয়ার চিত্‍পুর রোড, রবীন্দ্র সরণী, নিমতলা ঘাট স্ট্রিটে। একই সময়ে হনুমান জয়ন্তীর মিছিল মুদিয়ালি বাজার-মুদিয়ালি পঞ্চাননতলা-মুদিয়ালি হরিসভা-মুদিয়ালি স্কুল-পিপি রোড এবং মুদিয়ালি রোড হয়ে হনুমান মন্দিরে যাবে। বিকেল ৪টেয় হনুমান জয়ন্তীর মিছিল হবে জিআর রোড, নিমক মহল রোড, সিজিআর রোড হয়ে দুমায়ুন অ্যাভিনিউতে।

বিকেল ৫টায় মিছিল হবে রজব আলি শাহ রোড-শিবপ্রসাদ রোড-ক্যানাল রোড-পার্সোনেজ রোড-খালাসিটোলা রোড-মুন্সি প্রেমচাঁদ সরণি স্ট্রিট-জর্জ'স গেট রোড-বেকারি রোড-লিওনার্ড রোড-হেস্টিংস চ্যাপেল রোড-ক্লাইড রোড-কমিশনারেট রোড-রজব আলি শাহ রোড-ক্যানাল রোড হয়ে দইঘাটে।