বৃষ্টি হবে না, তবুও আবহাওয়া সপ্তমীতে ভোগাবে কলকাতাবাসীকে! জানুন কি হতে চলেছে

বৃষ্টি না হলেও গরম ভোগাবে।

author-image
Anusmita Bhattacharya
New Update
summerkoll4.jpg

নিজস্ব সংবাদদাতা: ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা আজ আর নেই। রবিবারের পর আবহাওয়ার কিছুটা পরিবর্তন হচ্ছে। সামনের সপ্তাহ থেকেই শুষ্ক আবহাওয়া অনুভব করতে হতে পারে। আজ সপ্তমীতে মূলত পরিষ্কার আকাশ দেখা যাবে। কখনো আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তাপমাত্রা স্বাভাবিক এর উপরে এবং বাতাসে জলীয় বাষ্প থাকায় কিছুটা অস্বস্তি বিরাজ করবে আজ। বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টি হলেও হতে পারে। কোনও কোনও জেলার দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আগামী কয়েক দিন এমনই দেখা যাবে আবহাওয়া।

কলকাতাবাসীরা সপ্তমীতে ঠাকুর দেখার প্ল্যান তো নিশ্চয় করে ফেলেছেন। তবে আগে জানুন কেমন থাকবে আকাশ। সকালের দিকে মূলত পরিস্কার আকাশ পাবেন। কখনো আংশিক মেঘলা আকাশ দেখবেন। দুপুরের পর কখনো মেঘলা আকাশ থাকতে পারে।আজ একটু আগেই হল এক পশলা বৃষ্টি। বিকেল বা সন্ধ্যের দিকে এক পশলা হালকা বৃষ্টি সামান্য হলেও হতে পারে। ভারী বৃষ্টি একেবারেই হবে না। রাতের ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে। বাতাসে জলীয় বাষ্প রয়েছে তাই বৃষ্টি না হলেও কিছুটা অস্বস্তি অনুভব করতে পারবেন দিনে ও রাতে। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের তুলনায় ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় যা ০.২ ডিগ্রি সেলসিয়াস কম। এবার জানা গেল যে আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।