নিজস্ব সংবাদদাতা : কলকাতায় বৃষ্টি মিটে যাওয়ার পর তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিনে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে এবং গরম আরও বাড়বে। ৩১ মার্চ পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে, অর্থাৎ কলকাতা সহ কোনো জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।
/anm-bengali/media/media_files/pPNe0y2P0O8VrJEShp8c.jpg)
উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়বে
উত্তরবঙ্গের ৮টি জেলায় শুকনো আবহাওয়া থাকবে, তবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় ২৮ মার্চ হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া, এই সপ্তাহে উত্তরবঙ্গেও তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়বে।
/anm-bengali/media/post_banners/ubLc4UBbqcdN1XHjJo3B.jpg)
কলকাতায় আজকের আবহাওয়া
আজ, ২৫ মার্চ, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। ৩০ মার্চের মধ্যে তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। শহরের আকাশ মেঘহীন থাকবে এবং বৃষ্টির কোনো পূর্বাভাস নেই।