শীত বিদায়, বৃষ্টির আগমন! দক্ষিণবঙ্গে আবহাওয়ার বিরাট পরিবর্তন

দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিবর্তন আসছে। ১৯ ফেব্রুয়ারি থেকে বৃষ্টি শুরু, কলকাতা ও আশপাশের এলাকায় থাকবে বৃষ্টির প্রবণতা।

author-image
Debapriya Sarkar
New Update
Rain

নিজস্ব সংবাদদাতা : আবহাওয়া এবার বদলাচ্ছে। শীত বিদায় নিয়ে ১৯ ফেব্রুয়ারি থেকে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) শুরু হবে বৃষ্টি। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরের বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি হবে। ১৯ তারিখ থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হবে, বিশেষ করে দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা ও হাওড়ায়।

s

২০ ফেব্রুয়ারি থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে, এবং কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না। আগামী কয়েকদিন তাপমাত্রা একই থাকবে, তবে সোমবার থেকে তা ধীরে ধীরে বাড়তে পারে।

 বৃষ্টি

উত্তরবঙ্গেও (North Bengal Weather) শীতের আমেজ ফিকে হতে শুরু করেছে। তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে এবং দার্জিলিং, কালিম্পং অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ ফের বাড়বে শীত, সঙ্গে দোসর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি

আগামী সপ্তাহে আবহাওয়া পরিবর্তনের সাথে শীত ও বৃষ্টির মিশেলে নতুন দৃশ্যপট উপহার দিতে চলেছে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ!