নিজস্ব সংবাদদাতা: দক্ষিণবঙ্গেও কার্যত বর্ষার প্রবেশ হয়ে গিয়েছে। ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। সেইমত আজ কলকাতাতেও টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। টানা ১৮ ঘণ্টা বৃষ্টি হবে কলকাতায়। আজ সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে বৃষ্টি থামবে রাত ২ টো নাগাদ। ফলে কার্যত ভোগান্তিতে পড়তে হবে সাধারণ মানুষকে। তাই সাবধান হয়ে যান আগে থেকেই। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার লাইভ আপডেট পেতে ক্লিক করুন।