টালা থানার ওসির গ্রেফতারি অবৈধ! দাবি করল কলকাতা পুলিশ! নিচ্ছে বড় পদক্ষেপ

এবার কলকাতা পুলিশের বড় দাবি এল সামনে।

author-image
Anusmita Bhattacharya
New Update
abhijitmondal

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আর জি কর কাণ্ডে শনিবার টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে সম্প্রতি গ্রেফতার করেছে সিবিআই। তথ্য প্রমাণ লোপাট ও দেরিতে এফআইআর নেওয়ার অভিযোগ রয়েছে। ক্রাইম সিন বিকৃতি করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। কলকাতা পুলিশের অন্যান্য ওসি এবং আধিকারিকরা এই নিয়ে মনোক্ষুন্ন হয়েছেন। কলকাতা পুলিশ বেশ কিছু দাবি রেখেছে: 

Doc's rape-murder: Ex-RG Kar hospital principal, Tala PS officer-in-charge  produced in court - Daily Excelsior

  • কলকাতা পুলিশ দাবি করেছে যে ওসির গ্রেফতারি অবৈধ।
  • কলকাতা পুলিশ দাবি করেছে যে প্রসিডিউর ল্যাপ্স হতে পারে তবে তার জন্য ডিপার্টমেন্টাল এনকোয়ারি হতে পারে এবং ডিপার্টমেন্টাল সাজাও হতে পারে কিন্তু গ্রেফতারি হতে পারে না।
  • কলকাতা পুলিশ দাবি করেছে যে সিবিআই কোনও আইনি অর্ডার না মেনে গ্রেফতার করেছে ওসিকে।
  • সন্ধ্যার পরে পোস্টমর্টেম করা যায় তার নথিও নাকি কলকাতা পুলিশ দেখিয়েছে।
  • এই গ্রেফতারির বিরুদ্ধে কলকাতা পুলিশ এবার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে।
  • এই বিষয়ে বৈঠক হয়েছে পুলিশ কমিশনারের সঙ্গে। কলকাতা পুলিশ দাবি করছে এটা জামিনযোগ্য। 

WhatsApp Image 2024-09-16 at 1.10.43 PM

এর আগে ৫ থেকে ৬ বার সিজিও কমপ্লেক্সে তলব করা হয় টালা থানার ওসিকে। সম্প্রতি হাসপাতালে ভর্তি হতেও যান অভিজিৎ মণ্ডল। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরেই নাকি গ্রেফতার করা হয় টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে।