নিজস্ব সংবাদদাতা: দ্বিতীয় হুগলি সেতুর উপর দিয়ে আত্মহত্যার চেষ্টা করার ঘটনা নতুন নয়। এই ঘটনা রুখতে ব্রিজের উপর লাগানো হয়েছে উঁচু রেলিংও। আজ কিছুক্ষণ আগে, ডিউটিরত সার্জেন্ট অরিত্র মুখার্জি খবর পান যে বিদ্যাসাগর সেতুর উপর এক ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়ে তার জীবন শেষ করার চেষ্টা করছে। তিনি সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে যান ও কথাবার্তা বলার চেষ্টা করেন সেই ব্যক্তির সাথে । সুযোগ বুঝে ধীরে ধীরে সরে তার কাছে গিয়ে তাঁকে ধরে ফেলেন তিনি এবং তাকে নিরাপদে নিয়ে যান। এই ধরনের কঠোর পদক্ষেপ না নেওয়ার জন্য তিনি তাঁকে বুঝিয়ে রাজি করান। কলকাতা পুলিশের এরকম দ্রুত কাজ সত্যিই প্রশংসনীয়।