মাদক অপব্যবহার রুখতে তৎপর কলকাতা পুলিশ।

খুব শীঘ্রই বিশ্ব জুড়ে উজ্জাপিত হতে চলেছে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস। সেই উপলক্ষ্যে কলকাতা পুলিশ এর পক্ষ থেকে নেওয়া হল এক অভূতপূর্ব উদ্যোগ।

author-image
Poulami Samanta
New Update
123

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা : মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস, বা বিশ্ব মাদক দিবস, প্রতি বছর 26 জুন মাদকের অপব্যবহার মুক্ত বিশ্ব অর্জনে পদক্ষেপ এবং সহযোগিতা জোরদার করার জন্য চিহ্নিত করা হয়। 7 ডিসেম্বর 1987-এর রেজুলেশন 42/112 দ্বারা, সাধারণ পরিষদ মাদক মুক্ত আন্তর্জাতিক সমাজের লক্ষ্য অর্জনের লক্ষ্যে পদক্ষেপ ও সহযোগিতা জোরদার করার জন্য তার দৃঢ় সংকল্পের অভিব্যক্তি হিসাবে 26 জুনকে মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত  নিয়েছিলেন। 

এই দিনটি কে সামনে রেখে  কলকাতা পুলিশের পক্ষ থেকে  উত্তর ও উত্তর শহরতলির বিভাগ কলকাতা পুলিশ মাদকবিরোধী সচেতনতা জন্য একটি র‌্যালির আয়োজন করেছিল আজ । র‌্যালিতে পুলিশ সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ লোকজন অংশ নেন।