দ্বিতীয়াতেই হাতে পেয়ে যান পূজা গাইড, প্রকাশ্যে আনলো কলকাতা পুলিশ-ইন্ডিয়ান অয়েল

আজ বিকেলের মধ্যেই ডিজিটাল আপলোড করা হবে এই গাইড ম্যাপ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2024-10-04 at 14.42.57

File Picture

নিজস্ব সংবাদদাতা: কলকাতার দুর্গাপুজোর গাইড ম্যাপ প্রকাশ করল কলকাতা পুলিশ। দ্বিতীয়াতেই হাতে চলে এলো সেই ম্যাপ। ইন্ডিয়ান অয়েল ও কলকাতা পুলিশের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই ট্রাফিক গাইড ম্যাপ। আজ কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার উপস্থিতিতেই এই গাইড ম্যাপের আত্মপ্রকাশ করা হল। সঙ্গে ছিলেন জয়েন্ট সিপি ট্রাফিক রূপেশ কুমার। 

প্রতিবছরের মতো এবছরও অনলাইনেই দেখা যাবে এই সম্পূর্ণ গাইড ম্যাপ। নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করলেই পাওয়া যাবে কলকাতার বুকে অবস্থিত পুজো মণ্ডপ গুলির সম্পূর্ণ ডিটেলস্‌ আর তার রুট ম্যাপ। 

bnjhhk

এ বছর গোটা কলকাতা শহরে ২৯০৫ টি পুজো হচ্ছে। যার মধ্যে ২৫৮টি জনপ্রিয় পুজো মণ্ডপ। ট্র্যাফিক থেকে ১৮ জন এসিপি, ১০৪ জন ইন্সপেক্টর, ৫৫০ জন সার্জেন্ট সাব ইন্সপেক্টর, ৩৬০০ ট্র্যাফিক কনস্টেবল পুজোর ডিউটিতে থাকবেন। ডিজিটাল গাইড ম্যাপের সাহায্যে দর্শনার্থীরা ট্র্যাফিক গাইড লাইন মেনে সহজেই পৌঁছে যেতে পারবেন নির্দিষ্ট পুজো মণ্ডপে। আজ বিকেলের মধ্যেই ডিজিটাল আপলোড করা হবে এই গাইড ম্যাপ।

এদিন সিপি মনোজ ভার্মা বলেন, “দুর্গাপুজো গোটা বিশ্বে একটি বড় ফেস্টিভ্যাল। ইউনেস্কো এটিকে স্বীকৃতি দিয়েছেন। দেশ বিদেশ থেকে অনেকে আসেন। সাধারণ মানুষের সহযোগিতায় আমরা এটিকে প্রতিবারই সফল করে তুলি। এবারেও আশা করি তাই হবে। সমস্ত পুজো মণ্ডপ সাহায্য করবে। ট্র্যাফিক এর সঙ্গে মানুষের যোগাযোগ সবথেকে বেশি হয়। তারাই পুজোতে সব থেকে বেশি কাজ করেন। আমরা আশা রাখছি এবারেও আমাদের ট্র্যাফিক উইং তাদের দিক থেকে সমস্ত সাহায্য করবে। যদি কারোর অসুবিধা হয় তারা দেখবেন বিষয়টি। এই পুজোতে কলকাতা ট্র্যাফিক পুলিশ একদম প্রস্তুত”। 

WhatsApp Image 2024-10-04 at 14.42.56