কলকাতা: শাসক সরকারের বিধায়ক হিসেবে বিরোধী সদস্যদের সমান অধিকার রয়েছে- এবার কার্যত বিজেপির হয়ে মুখ খুললেন স্পিকার?

কি বললেন স্পিকার?

author-image
Aniket
New Update
breakinganm12

 

 

নিজস্ব সংবাদদাতা: রাজস্থানের স্পিকার বাসুদেব দেবনানি এবার কলকাতায় এসে এবার কার্যত বাংলার বিরোধী দল বিজেপির হয়ে মুখ খুললেন।

তিনি বলেছেন, "স্পিকারের উচিত সবসময় নিরপেক্ষভাবে বিধানসভার কার্যক্রম পরিচালনা করা। কোনো ফাঁক-ফোকর থাকলে স্পিকারের উচিত বিরোধী দল ও ক্ষমতাসীন দলের সঙ্গে তা সমাধান করা। উভয় দলের সমন্বয়ে সমাধান হওয়া উচিত। শাসক দলের বিধায়ক হিসেবে বিরোধী সদস্যদের সমান অধিকার রয়েছে।"