নিজস্ব সংবাদদাতা: গার্ডেনরিচের ছায়া এবার বাঘাযতীনে। মঙ্গলবার বিকেলে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল বহুতল। খাস কলকাতার বুকে এ ঘটনা নতুন নয়। এই মুহূর্তে বাড়িছাড়া একাধিক পরিবার। বিপদ বাড়ছে বিদ্যাসাগর কলোনির বাসিন্দাদের। আরও হেলে পড়ছে বহুতল। ঘুম উড়েছে পাশের একতলা বাড়ির বাসিন্দাদের। যে কোনও মুহূর্তে ধ্বসে পড়তে পারে পাশের বাড়ির উপর। কনকনে শীতে রাস্তায় বাস করতে হচ্ছে বাসিন্দাদের।
দুর্ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত আশপাশের মানুষ। মঙ্গলবার রাত থেকেই শুরু হয়েছে বহুতল ভেঙে ফেলার কাজ। পাশের বাড়ির মালিকের ধারণা যে কোনও মুহূর্তে তাঁর বাড়িটিও ক্ষতিগ্রস্ত হতে পারে।
বহুতলের বাসিন্দাদের দাবি, ২০১৩ সালে ফ্ল্যাট হস্তান্তরের ৫-৬ বছর পর থেকে শুরু হয় সমস্যা। প্রোমোটার সম্প্রতি হরিয়ানার সংস্থার সঙ্গে যোগাযোগ করে বহুতল সোজা করার কাজ করাচ্ছিলেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, জলাজমি বুজিয়ে বহুতল তৈরি হয়েছিল।
আরও জানা গিয়েছে, পুরসভার অনুমতি ছাড়াই তিনতলা ফ্ল্যাটবাড়ি চারতলা করা হয়েছিল। যে কারণে এই বিপত্তি। বেআইনি নির্মাণের ফলে রাস্তায় শুরু। প্রোমোটার সুভাষ রায়কে খুঁজছে স্থানীয় থানার পুলিশ। ইতিমধ্যেই ফ্ল্যাটের মালিক এবং সারাই কাজ করা হরিয়ানার সংস্থার বিরুদ্ধে নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে।