নিবার মেট্রো পরিষেবায় অনেকটা কাটছাঁট করা হচ্ছে

দুর্গাপুজোর মরশুমে প্রচুর অতিরিক্ত পরিষেবা চালিয়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। যাত্রীদের ভিড় উপচে পড়ছে মেট্রোর কামরাগুলিতে। পুজোর পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ৬ কোটি টাকারও বেশি আয় হয়েছে কলকাতা মেট্রোর। তবে আগামী শনিবার মেট্রো পরিষেবায় অনেকটা কাটছাঁট করা হচ্ছে।

ওই দিন লক্ষ্মীপুজো রয়েছে

ওই দিন লক্ষ্মীপুজো রয়েছে। দুর্গাপুজোর দিনগুলিতে টানা অতিরিক্ত পরিষেবা চালিয়ে যাওয়ার পর, লক্ষ্মীপুজোয় দক্ষিণেশ্বের-কবিসুভাষ লাইনে ২৩৪টি পরিষেবার বদলে ১৮৮টি মেট্রো চালানো হবে কলকাতা মেট্রোর তরফে।

প্রথম মেট্রো ও শেষ মেট্রোর সময়সূচি অপরিবর্তিত

অন্যান্য স্বাভাবিক দিনে যেমন সময়ে দক্ষিণেশ্বর, দমদম ও কবিসুভাষ থেকে প্রথম মেট্রো ও শেষ মেট্রো ছাড়ে, তেমনভাবেই ছাড়বে এই মেট্রোগুলি। প্রথম মেট্রো ও শেষ মেট্রোর সময়সূচি অপরিবর্তিতই থাকছে।