৩ ঘণ্টা বন্ধ মেট্রো! বেরোনোর আগেই ক্লিক করুন

বন্ধ থাকবে মেট্রো। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে শনিবারের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকালের মধ্যেই এই কাজ শেষ করে আবার স্বাভাবিক ছন্দে ফিরবে মেট্রো।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
metro.jpg

নিজস্ব সংবাদদাতা: শনিবার মেট্রো পরিষেবা সকালে বন্ধ রাখা হবে। তিন ঘণ্টার জন্য এই পরিষেবা বন্ধ থাকবে। ফলে সকালে যাঁরা অফিস যাবেন তাঁদের একটু সমস্যায় পড়তে হবে। সকালের মেট্রো পাবেন না যাত্রীরা। শুক্রবার এই তথ্য জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

মেট্রো লাইনের ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার বন্ধ থাকবে কলকাতা মেট্রো। ২৭ মে সকাল ৬টা ৫০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত মেট্রো লাইনে পাওয়ার ব্লক চলবে। ফলে মেট্রো পরিষেবা বন্ধ রাখা হবে সেই সময়ে। তখন অবশ্য দক্ষিণেশ্বর বা দমদম থেকে মেট্রো পাবেন মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত। সকালের এই কাজ শেষ হওয়ার পর আবার মেট্রো চলাচল স্বাভাবিক হবে। তখন থেকে রাত পর্যন্ত আর কোনও অসুবিধা হবে না।