দোলযাত্রার দিন মেট্রোর সময়সূচীতে বড় পরিবর্তন!

দোলযাত্রায় মেট্রো সফর করবেন ভাবছেন? জেনে নিন তার সময়সূচী।

author-image
Shroddha Bhattacharyya
New Update

নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি গঙ্গার তলা দিয়ে মেট্রো যাত্রা শুরু হয়ে গেছে। অন্যদিকে চালু হয়েছে কবি সুভাষ বা নিউ গড়িয়া থেকে রুবি বা হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা। গঙ্গার তলা দিয়ে যাত্রা উপভোগ করতে মেট্রো স্টেশনে ভিড় জমাচ্ছেন যাত্রীরা। সামনেই আসছে দোল যাত্রা। প্রতিদিনের মতো সময়সূচি মেনে চলবে না মেট্রো। পরিষেবা চালু থাকলেও সংখ্যায় অনেক কম ট্রেন চলবে।

publive-image
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরে প্রথম মেট্রো সকাল ৬.৫০ এর পরিবর্তে ২.৩০ এ ছাড়বে।
দম দম থেকে কবি সুভাষ পর্যন্ত প্রথম মেট্রো সকাল ৬.৫০ এর পরিবর্তে ২.৩০ এ ছাড়বে।
দমদম থেকে দক্ষিণেশ্বরে প্রথম মেট্রো সকাল ৬.৫৫ এর পরিবর্তে ২.৩০ এ ছাড়বে।
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত প্রথম মেট্রো সকাল ৭ টার পরিবর্তে ২.৩০ এ ছাড়বে।

publive-image

publive-image

publive-image

publive-image

ADDD