নিজস্ব সংবাদদাতাঃ অপেক্ষার অবসান, আগামীকাল ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে বহু প্রতীক্ষিত টেট পরীক্ষা (TeT Exam)। এদিকে পরীক্ষার্থীদের যাতে কোনওরকম অসুবিধা না হয় তার জন্য বড় সিদ্ধান্তের পথে হাঁটল কলকাতা মেট্রো। টেটের জন্য আগামীকাল বাড়তি মেট্রো চালানো হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, রবিবার সকাল থেকেই বাড়তি ট্রেন চালানো হবে। টেট পরীক্ষার্থীদের সুবিধার্থে সকাল ৬টা ৫০ মিনিট থেকে অতিরিক্ত ট্রেন চলবে৷ একই সঙ্গে পরীক্ষা শেষ হওয়ার পর দশ মিনিট অন্তর ট্রেন চালানো হবে বলেও ঘোষণা করা হয়েছে৷