বর্ষবরণেও আঁটোসাঁটো নিরাপত্তা! বাড়তি নজর কলকাতা মেট্রোয়

বর্ষবরণেও আঁটোসাঁটো নিরাপত্তা থাকবে মেট্রোয়। কী কী বাড়তি নজর থাকছে?

author-image
Anusmita Bhattacharya
New Update
kolmetro

নিজস্ব সংবাদদাতা: বর্ষবরণের রাতে মেতে উঠবে তিলোত্তমা। তবু নতুন বছরকে বরণ করার আগেই আঁটোসাঁটো নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে শহর কলকাতাকে। বছরের শেষ সপ্তাহে পার্ক স্ট্রিট কিংবা সংলগ্ন এলাকাগুলির জন্য প্রচুর মানুষ মেট্রো রেলের ওপর নির্ভর করেন। বর্ষ শেষের রাতেও ভিড় উপচে পড়বে কলকাতা মেট্রোর বিভিন্ন স্টেশনে। তাই যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বিভিন্ন স্টেশনে নিরাপত্তা আরও আঁটোসাটো করা হবে।

ময়দান, পার্ক স্ট্রিট এবং এসপ্লানেড মেট্রো স্টেশনের সবকটি টিকিট কাউন্টার খোলা রাখা হবে। অত্যধিক ভিড়ের ফলে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের স্টেশনগুলির নিরাপত্তা ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে৷ এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্রসদন এবং দমদম মেট্রো স্টেশনেও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।