নিজস্ব সংবাদদাতা: ইস্ট-ওয়েস্ট মেট্রোর সিগন্যালিং আধুনিকীকরণের কাজ চলবে। এই জন্য আগামী ফেব্রুয়ারি মাসে আটদিন মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। জানা গেছে যে ফেব্রুয়ারি মাসের ১৩-১৬ এবং ২২-২৫ তারিখে এই কাজ চলবে। এছাড়াও, পরে সপ্তাহের শনি ও রবিবার দিনগুলিতে মেট্রো বন্ধ রেখে এই কাজ চলবে।
হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সিগন্যালিং ব্যবস্থার আধুনিকীকরণ করতে চাইছে কেএমআরসিএল। তাই অভিন্ন সিগন্যালিং এবং কমিউনিকেশন বেসড সিগন্যালিং সিস্টেম (CBTC) চালু হবে। আগে টানা দেড়মাস মেট্রো পরিষেবা বন্ধ রাখার কথা বললেও যাত্রীদের অসুবিধার জন্য কর্তৃপক্ষ ধাপে ধাপে কাজ করতে চলেছে।