নিজস্ব সংবাদদাতা: ২৪ ডিসেম্বর প্রাথমিকের টেট পরীক্ষা হবে রাজ্যজুড়ে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ওই দিনই হবে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান। ফলে পরীক্ষার্থীদের অনেকেরই চিন্তা দেখা দিয়েছিল। এবার কলকাতা মেট্রো ইতিমধ্যেই জানিয়ে দিল যে প্রাথমিকের টেট পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সুবিধার্থে ঐদিন বিশেষ মেট্রো পরিষেবা থাকবে।
সকাল ৯টার জায়গায় সকাল ৬:৫০ মিনিটে দক্ষিণেশ্বরের উদ্দেশে প্রথম মেট্রো পাবেন কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে। একই সময় দমদম থেকে একটি মেট্রো পাবেন কবি সুভাষের উদ্দেশে। ৬:৫৫ মিনিটে দমদম থেকে প্রথম মেট্রো রওনা দেবে দক্ষিণেশ্বরের উদ্দেশে। সকাল ৭:০০ টায় দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে কবি সুভাষের উদ্দেশে। তবে এই বর্ধিত পরিষেবা কেবলমাত্র ব্লু লাইন অর্থাৎ নর্থ-সাউথ মেট্রোতেই পাওয়া যাবে।